ব্রাইট ফিউচার আইটি পার্ক এর সকল নীতিমালা সমূহ
‘জ্ঞানই সমৃদ্ধি, আপনার আমার জ্ঞান ছড়িয়ে যাক সবার মাঝে’ এই শ্লোগান নিয়ে আমাদের ব্লগে পথচলা। শিক্ষা, স্থাস্থ্য টিপস, ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি এবং সম্প্রতি ঘটনার সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন, অন্যকে জানান।
মূলত এইটা একটি ব্লগ পোস্ট ওয়েবসাইট যেখানে আমরা সমকালীন বিষয় ভিত্তিক, শিক্ষা, স্থাস্থ্য টিপস, ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস প্রকাশ করে থাকি। জ্ঞানকে সংকীর্ণ করা যায় না, সেটা আপন গতিতেই সবার মাঝে ছড়িয়ে পড়ে। জ্ঞানের এই বিস্তারে ও প্রসারে ব্লগ পোস্ট সমূহের মাধ্রমে সবার মাঝে তুলে ধরতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্ঠা। এই ওয়েবসাইটের মাধ্যমে আহরণ করা অজানা বিষয় সহযোগিতার উদ্দেশ্যে সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমার আপনার নৈতিক দ্বায়িত্ব।
পোস্ট ও মন্তব্য করার নির্দেশাবলী
- আমরা বাংলা ভাষায় অধিকাংশ ব্লগ পোস্ট প্রকাশ করে থাকি এবং পোস্টে কমপক্ষে ৭০-৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। পোস্টে কোন ধরনের গুরুচণ্ডালী দোষ থাকা অবাঞ্ছনীয় অর্থাৎ বাংলা ইরেজি মিশ্রিত পোস্ট অবশ্যই পরিতাজ্য। শুধু বাংলা ভাষায় বা শুধু ইংরেজি ভাষায় পোস্ট করা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
- গুগোল ট্রান্সলেটর বা টেকনিক্যাল ট্রার্মগুলোর ব্যবহৃত বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ইংরেজি শব্দের টেকনিক্যাল ট্রার্ম ব্যবহারের পরিবর্তে সরাসরি ইংরেজিতে অথবা, বহুল প্রচলিত হলে বাংলাতেই উচ্চারণ করে লিখুন। তবে বহুল ব্যবহৃত পরিভাষা ব্যবহার করুন।
- সাইবার ক্রাইম, ফিক্সিং, ক্র্যাকিং, হ্যাকিং ইত্যাদি সম্পর্কে সতর্কতা মূলক পোস্ট করা যাবে যেমন ক্র্যাকিং, হ্যাকিং নিউজ, হ্যাকারদের বিবৃতি ইত্যাদি। তবে হ্যাকিংকে সুরক্ষার জন্য ব্যবহার করতে সর্বদা আমাদের ব্লগ উৎসাহিত করে, তবে অপরাধ, লুটপাট সংক্রান্ত কাজের জন্য নয়।
- প্লেইজারিজম অর্থাৎ অন্যের ব্লগ থেকে অন্যের কোন লেখা, কোন উৎস বা আংশিক কপি করে নিজের নাম পোস্ট ক্রিয়েট করা যাবে না। তবে, যদি অন্যের লেখা থেকে নীতিমালা অনুসরণ করে অর্থাৎ প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত লিংক উল্লেখ করতে হবে।
- অনলাইন বা অফলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করার সময় অবশ্যই দিকনির্দেশনা ও গঠণগত হতে হবে। কোন প্রকার ফেক বা প্রতারণামূলক রেফারাল সংগ্রহ, দল গঠনের উদ্দেশ্যে অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা যাবে না।
- অশ্লীল ছবি বা অনৈতিক অঙ্গি-ভঙ্গির ছবি সমন্বিত কোন তথ্য লেখা বা প্রকাশ করা যাবে না। ধর্ম, কোন জাতি, ধর্মীয় বাণী, সামাজিক পেক্ষাপটে আঘাত হানে এমন কোন পোস্ট করা যাবে না।
যোগাযোগ করতে বা আপনার মূল্যবান মতামতের জন্য
বিঃদ্রঃ (নীতিমালাগুলো বিভিন্ন প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেই সাথে যেকোন সময় প্রয়োজনের তাগিদে নীতিমালা পরিবর্তিত কিংবা সংযোজিত হতে পারে)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url