কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেটা জানতে হলে আজকের এই পোস্টটি পড়ুন। আজকের এই পোস্টে আমরা কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সে সম্পর্কে আলোচনা করেছি। কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি জানা থাকলে সহজে ব্যবহার করতে পারবেন।
বর্তমান যুগে কম্পিউটার আমাদের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কম্পিউটার ছাড়া আমাদের একদিনও চলে না। তাই কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন।
সূচিপত্রঃ- কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি
ভুমিকাঃ
কম্পিউটারের জন্য তৈরি ছড়ানো পাতার মতো সেলভিত্তিক বিশাল জায়গা বিশিষ্ট হিসাবনিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে। এক্সেল হচ্ছে মাইক্রোসফট কোম্পানীর এমএস অফিস প্যাকেজ সফটওয়্যারের মধ্যে থাকা একটি অন্তর্ভূক্ত প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা দৈনন্দিন হিসাব নিকাশ করা থেকে ব্যবসা-বানিজ্যের বিভিন্ন রকম আর্থিক হিসাবনিকাশ করতে পারি।
কম্পিউটারের সূচনাঃ
কম্পিউটারের সূচনা জানতে হলে আপনাদেরকে অবশ্যই কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সম্পর্কে জানতে হবে। বেশীদিন আগের কথা না, যখন প্রকৃতি ছিল অসহায়। তারা বেঁচে থাকতো অঙ্গনের ফলমূল অথবা কাঁচা জিনিসপত্র খেয়ে। ধীরে ধীরে তারা শক্তির ব্যবহার শিখলো। আগুনের ব্যবহার মানুষের জীবন প্রণালী পাল্টে দিল। দৈনন্দিন কাজের পাশাপাশি বড় ধরনের বিপদের বিরুদ্ধে আগুনই ছিল প্রধান অস্ত্র। আতনই সভ্যতার ঢাকা সুরালো। পরবর্তীতে বিদ্যুত এসে ঘটিয়ে দিল আমূল পরিবর্তন। বিকার দিন কম্পিউটারের দিন অর্থাৎ ডিজিটাল লাইফ। এটি ব্যবহৃত হচ্ছে- অফিসে, ব্যবসা-বাণিজ্যে, হাসপাতাল, পুলিশ ষ্টেশন, মহাকাশ স্টেশনসহ সকল ক্ষেত্রে।
যোগাযোগ রক্ষা, সময় গণনা, বিনোদনসহ সকলক্ষেত্রে করেছে এর ব্যবহার। চলুন রখমে খুব সংক্ষেপে আনুসাঙ্গিক বিষয় নিয়ে সামান্য আলোচনা করা যাক। কম্পিউটার (Computer) হলো আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিস্কার। কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেই বিষয়টিও আধুনিক। এটা হচ্ছে বিশেষ ধরনের একটি ইলেকট্রনিক্স যন্ত্র । যদিও কম্পিউটার আবিস্কার বেশী দিনের নয় তবুও কম্পিউটার বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। নিত্যদিনের ব্যবহার করা আপনার ডিজিটাল ঘড়িটি, হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর, খাবার গরম করার জন্য ডিজিটাল ওভেন, সংযোগ রক্ষার্থে ডিজিটাল টেলিফোন, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি খেলনাসহ সব ধরনের ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রই কম্পিউটারের অংশ বিশেষ বা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে তৈরী করা। সুতরাং প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি?
কম্পিউটারের আবিষ্কারঃ
ডালর্স ব্যাবেজ নামে একজন ইংরেজ গণিতবিদ ১৮৩০ সালে প্রথম এনালগ কম্পিউটার আবিস্কার করেন। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয়ের 'হাউয়ার্ড একিন' একটি ম্যাকানিক্যাল কম্পিউটার তৈরী করেন। পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার আবিষ্কৃত হয় যা ম্যাকানিক্যাল কম্পিউটারের থেকে ২০০ জন গতি সম্পন্ন এবং সেটি ধীরে ধীরে উন্নত হয়ে আজকের কম্পিউটার। লর্ড বায়রণের মেয়ে 'লেডী এ্যাডা বায়রণ' পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামটি তৈরী করেন। কম্পিউটার আবিষ্কার শুরুর দিকেই কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেটি আবিষ্কৃত হয়েছিল।
কম্পিউটারের কাজ করার পদ্ধতিঃ
কম্পিউটার কাজ করে আই পি ও (I-P-O) সাইকেলের মাধ্যমে। ইহা প্রথমে তথ্য গ্রহণ (Input) করে কী-বোর্ডের মাধ্যমে। সুতরাং কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস (Input Device)।
এরপর তথ্যের (Data) প্রক্রিয়াকরণ (Processing) করে সিপিইউ নামের সিসটেম ডিভাইসের মাধ্যমে এবং ফলাফল প্রকাশ করে আউটপুট ডিভাইস (Output Device) ভিডিইউ (VDU) এর মাধ্যমে। সুতরাং ভিডিইউ (Visual Display Unit) বা মনিটর (Monitor) হচ্ছে একটি আউটপুট ডিভাইস (Output Device) ।
স্প্রেডশিট প্রোগ্রাম কীঃ
স্প্রেডশিট শব্দের বাংলা আভিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে বিভিন্ন ধরনের বড় বড় হিসাব নিকাশ করার জন্য বড় বড় কাগজ ব্যবহার করা হতো। এ সকল বড় বড় কাগজে কলাম এবং গ্রহ একে এ সকল প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হতো। কিন্তু বর্তমানে স্প্রেডশিট আবিষ্কারের ফলে এই সফটওয়্যার একটি মাধ্যমে কাগজপত্রের ব্যবহার না করেই কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়ী বড় বড় প্রতিষ্ঠানের সকল হিসাব খুব সহজেই করা সম্ভব।
অর্থাৎ পূর্বের বড় বড় কাগজকে দখল করে নিয়েছে বর্তমানের স্প্রেডশিট প্রোগ্রাম।
স্প্রেডশিট হল কাগজের নকল যেখানে কাগজের পরিবর্তে এই সফটওয়্যার ব্যবহার করে কিংবা এই প্রোগ্রাম ব্যবহার করে ওয়ার্কশীটের নকল করা হয়। এই ওয়ার্কশিটে বা স্প্রেড সিটে টেবিল বা সারণী আকারের সকল তথ্য সন্নিবেশ এবং উপস্থাপন করা যায়। এবং এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় গাণিতিক প্রয়োগ এবং বিশ্লেষণ ও করা যায়। নির্দিষ্ট কিছু সূত্রের মাধ্যমে ব্যবহার করি বড় বড় যোগ বিয়োগ গুন ভাগ খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব। এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় গ্রাফ এবং চাট এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা সম্ভব। এই টোটাল বেডশীট প্রোগ্রামটি অনেকগুলো সেল দিয়ে বিভক্ত। এ সকল ছেলের মধ্যে সকল তথ্য উপস্থাপন করা হয়।
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটিঃ
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি জানতে হলে সত্তর দশকের শেষের দিকে ফিরে যেতে হবে। ৭০ দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম "ভিসিক্যালক" স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে।
কয়েকটি স্পেডশিট প্রোগ্রামের নামঃ
উল্লেখযোগ্য কয়েকটি স্পেডশিট প্রোগ্রাম হলো-
ক. মাইক্রোসফট এক্সেল খ. লোটাস গ.কোয়াট্রো প্রো ঘ.সুপারক্যাল্ক ঙ. সরকিঙ চ. মাল্টিপ্ল্যান
এমএস এক্সেল একটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যারঃ
সত্তর দশকের শেষের দিকে কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেটি হল অ্যাপল কোম্পানি সর্বপ্রথম "ভিসিক্যালক" স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। এছাড়া রয়েছে মাইক্রোসফট এক্সেল, অ্যাপল নাম্বার্স, ওপেন অফিস, অর্গ ক্যাল্ক, নিউমেরিক, Quatropro, মাল্টিপ্ল্যান, সুপার ক্যাল্ক, লোটাস ১২৩ ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বহুুুল ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট এক্সেল।
স্প্রেডশিটের প্রধান অংশ কিঃ
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি এবং স্প্রেডশিট হলো মূলত কম্পিউটারের একটি প্রোগ্রাম বা কাগজের ওয়ার্কশীট কিংবা সিমুলেশন অথবা নকল। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে টেবিল বা স্মরণে আকারে সকল তথ্য সন্নিবেশ এবং উপস্থাপন করে এগুলোর গাণিতিক বিভিন্ন প্রয়োগ এবং বিশ্লেষণ করা সম্ভব।
স্প্রেডশিট এর বৈশিষ্ট্য কি কিঃ
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেটি জানতে হলে স্প্রেডশিট প্রোগ্রাম এর কিছু বৈশিষ্ট্য জানতে হবে। স্প্রেডশিট প্রোগ্রামগুলো একটি নির্দিষ্ট গ্রিবভিত্তিক বিন্যাসের মাধ্যমে তথ্য প্রবেশ করার সামর্থের চেয়েও অনেক বেশি প্রদান করে থাকে। স্প্রেডশিট প্রোগ্রামে নির্দিষ্ট কিছু গাণিতিক সূত্র ব্যবহার করে অনেক বড় বড় হিসাব অতি অল্প এবং সহজে করা সম্ভব।
এবং নির্ভুলভাবেও সেই তথ্য আমাদের সামনে উপস্থাপিত হয়। স্প্রেডশিট হলো একটি প্রোগ্রামিং ভাষা যার মধ্যে একজন দক্ষ ব্যবহারকারী তা তথ্য এবং উপাত্ত গুলো কিংবা সংখ্যা সচিব তথ্য গুলো প্রবেশ করায় এবং গণনা সম্পাদন করে। স্প্রেডশিট প্রোগ্রামটি অনেকগুলো শাড়ি এবং কলামি বিভক্ত। একজন ব্যবহারকারী তার প্রয়োজন মত শাড়ি এবং কলাম ব্যবহার করতে পারে।
স্প্রেডশিট প্রোগ্রামের সুবিধাঃ
কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সেটি জানার পরে আমরা স্প্রেডশিট প্রোগ্রামের বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলো নিম্নে বর্ণনা করা হলো।
১. খুব সহজে গাণিতিক, অর্থগত হিসাব এবং নিকাশ এবং পরিসংখ্যানগত সমস্যা সমাধান করা যায়।
২. একটি ছেলের সাথে অন্যান্য এক বা একাধিক সেলের সম্পর্ক স্থাপন করা সম্ভব।
৩. বড় বড় হিসাব নিকাশ সমাধানের জন্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা ব্যবহার করলেই সমস্যার সমাধান হয়ে যায়।
৪. একটি স্প্রেডশিট ওয়ার্কশীটের সাথে এক বা একাধিক ওয়ার্কশীটের সম্পর্ক স্থাপন করা যায়।
৫. খুব সহজে মেট্রো তৈরি করা যায় এবং স্প্রেডশিট এর প্রয়োজন অনুসারে সহজেই ব্যবহার করা যায়।
৬. স্প্রেডশিটে Row 3 Column এর দৈর্ঘ্য প্রয়োজন অনুসারে বাড়ানো বা কমানো যায়।
৭. প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত ব্যবহার করে বিভিন্ন ধরনের গ্রাফ বা চাট তৈরি করা যায়।
৮. মাইক্রোসফট ওয়ার্ড এর মত এখানেও লেখার আকার পরিবর্তন এবং প্রয়োজন অনুসারে লেখাকে ডানে বামে বা উপরে নিচে কিংবা মাঝখানে সরানো যায়।
৯. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যে কোন ছবি এর সাথে সংযুক্ত করতে পারে।
১০. এছাড়াও স্প্রেডশিট প্রোগ্রামে ভিডিও এবং অডিও সংগঠন করা যায়
১১. স্প্রেডশিট প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহারের যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে।
১২. স্প্রেডশিট প্রোগ্রামে ডেটাবেজ প্রোগ্রামে ব্যবহৃত ফাইল নিয়ে কাজ করা যায় ইত্যাদি।
উপসংহারঃ
প্রিয় পাঠক আজকে আমরা কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি সে সম্পর্কে জানলাম। এছাড়াও আমরা কম্পিউটারের অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত হলাম। আশা করি কম্পিউটারের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি জানার পরে আপনারা সেই অনুযায়ী সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন। আজকের এই পোস্টটি আপনাদের উপকারে আসলে পোস্টটি অবশ্যই মিডিয়া এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরামর্শমূলক কোন কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 25790
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url