যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় - রোজা রেখে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে
যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় , সে বিষয় নিয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব । আপনারা যদি রোজা মাকরুহ হওয়ার কারণ বা যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় , সে সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
তো চলুন দেরি না করে ধাপে ধাপে জেনে নেওয়া যাক- যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় এবং রোজা রেখে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে এ সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচীপত্র: যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় -রোজা রেখে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে
ভূমিকা: রোজা মাকরুহ হওয়ার কারণ
রমজান মাসে রেজা রাখা মুসলমানদের জন্য ফরজ । যারা রেজা রাখে তারা সুবহে সাদিক থেকে সর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকে । এছারাও প্রকৃত রোজাদার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে । কিছু নিয়ম ভঙ্গ করলে রোজা সরাসরি বাতিল হয়ে যায়, আর কিছু নিয়ম ভঙ্গ করলে রোজা মাকরুহ হয়ে যায় ।
রোজা মাকরুহ হয়ে যাওয়া মানে রোজা ভেঙ্গে যাওয়া নয় । রোজা বাতিল হওয়া ও রোজা মাকরুহ হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । রোজা বাতিল মানে হলো- “রোজা একে বারে শেষ বা ভেঙ্গে যাওয়া” । আর রোজা মাকরুহ হওয়া মনে- “রোজা বাতিল হয় না কিন্তু রোজার সাওয়াব কমে যাওয়া” । বিভিন্ন কারণে রোজা মাকরুহ হয়ে জেতে পারে । যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় বা রোজার সাওয়াব কমে যায় সেই কাজগুলো কখোনোই ইচ্ছাকৃত ভাবে করা উচিত নয় ।
এই ধাপে আমরা রোজা মাকরুহ কি সে সম্পর্কে সংখিপ্ত ধারনা নিলাম। এর পরবর্তী ধাপে আমরা জানব যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় ।
যে কাজগুলো করলে রোজা মাকরু হয়ে যায়
বিভিন্ন কারনে রোজা মাকরুহ হয়ে যায় । রোজা মাকরুহ হওয়া মানে রোজার সাওয়াব কমে যাওয়া । এই ধাপে আমরা জানবো যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় বা কি কি কারণে রোজা মাকরুহ হয়ে যায়।
আরো পরুনঃ দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়
যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায়
- সারাদিন রোজা সঠিকভাবে করার পর সন্ধ্যায় ইফতারির সময় আপনি যদি এমন কোন খাবার গ্রহণ করেন যেটি ইসলামের দৃষ্টিতে হারাম, তাহলে আপনার রোজাটি মাকরুহ হয়ে যাবে।
- কোন কারণ ছাড়াই কিছু চিবুতে থাকলে রোজা মাক্রুহ হবে ।
- কোন কিছু স্রেভ মুখে পুরে রাখলেন কিন্তু খেলেন না তাতেও রোজা মাকরুহ হয়ে যাবে ।
- গড়গড়া করা বা নাকের ভিতর পানি টেনে নেওয়ায় রোজা মাকরুহ হয়ে যায় ।
- মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই, তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পড়ে গিলে ফেললে রোজা মাকরুহ হয়ে যায়।
- রমজানের সারাটি দিন শরীর নাপাক রাখলেও রোজা মাকরূহ হয়।
- কোন কোন ব্যাখ্যায় বলা হয়েছে কোন বিষয়ে অস্থির হয়ে উঠলে কিংবা কাতরতা দেখালে রোজা মাকরুহ হয়।
- পেস্ট, পাউডার ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাকরুহ হওয়ার কথা বলা হয়েছে। তবে এ বিষয় নিয়ে দ্বিমত রয়েছে।
- মুখে গুল ব্যবহার মাকরুহ এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতরে গেলে রোজা ভেঙে যাবে।
- রোজা রেখে কারো গীবত করলে বা পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়।
- রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা মাকরুহ হয়ে যায়।
- রোজা রেখে ঝগড়া-বিবাদ করলে রোজা মাকরুহ হয় ।
- যৌন উদ্দীপনা মূলক কিছু দেখাবা সোনা থেকে বিরত থাকতে হবে কারণ এতেও রোজা মাক্রুহ হয় ।
- নাচ-গান, সিনেমা দেখা ও তাতে মজে থাকলে রোজা মাকরুহ হয়ে যায়।
- রান্নার সময় রোজাদার কোন কিছুর স্বাদ নিলে, লবণ চেখে দেখলে ,ঝাল পরীক্ষা করলে রোজা মাকরুহ হয়। তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতে হয় তাহলে বৈধ হিসেবে ধরে নেওয়া হয়।
আসাকরি আপনারা বুঝতে পেরেছেন রোজা রাখা অবস্থায় কি কি কাজ করলে রোজা মাকরুহ হয়ে যায়।
রোজা ভঙ্গের কারণ
পূর্ববর্তী ধাপে আমরা জেনেছি যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় সে সম্পর্কে। এই ধাপে আমরা জানবো রোজা রাখা অবস্থায় কি কি কাজ করলে রোজা ভেঙ্গে যায় বা বাতিল হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কি কি কাজ করলে রোজা ভেঙ্গে যায় বা বাতিল হয়ে যায় ।
আরো পড়ুনঃ নীলফামারী জেলার বিখ্যাত খাবারের নাম কি
- ইচ্ছা করে বমি করা
- বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা
- মেয়েদের মাসিক বা সন্তান প্রসবের পর ঋতুস্রাব
- ইসলাম ত্যাগ করা
- গ্লূকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে
- প্রসাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে
- রোজাদারকে জোর করে কেউ কিছু খাইয়ে দিলে
- ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
- মুখ ভরে বমি করলে
- ভুলবশত কোন কিছু খেয়ে রোজা ভেঙ্গে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে
- বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে
- কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করলে
- জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোন কিছু বের করে খেয়ে ফেললে
- অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে
- রোজা স্মরণ থাকা অবস্থায় ওযুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে
আশা করি আপনারা রোজা রাখা অবস্থায় কি কি কাজ করলে রোজা ভেঙ্গে যায় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
রোজার ফরজ কয়টি ও কি কি
আপনার অনেকে এখনও রোজার ফরজ কয়টি ও কি কি এ সম্পর্কে জানেন না ।তো এই ধাপে আমরা আপনাদের সামনে তুলে ধরবো রোজার ফরজ কয়টি ও কি কি।তো চলুন জেনে নেওয়া যাক রোজার ফরজ কয়টি ও কি কি
আরো পড়ুনঃ শীতকালে শিশুর যত্নে যা করবেন
রোজার ফরজ তিনটি
- নিয়ত করা
- সব ধরনের পানাহার থেকে বিরত থাকা
- স্ত্রী সহবাস বা যৌন আচরণ থেকে বিরত থাকা
আশা করি আপনারা রোজার ফরজ সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছেন যে রোজা রাখতে হলে কি কি ফরজ হুকুম মানতে হবে।
শেষ কথা: যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় -রোজা রেখে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে
যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় বা রোজা রেখে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে এ বিষয়ে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনারা যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় এবং রোজা ভঙ্গের কারণ ও রোজার ফরজ কয়টি ও কি কি সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ।
যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় এবং রোজা ভঙ্গের কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আশা করি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ !
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url