মৌমাছি কামড়ালে করণীয়-মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন ? জেনে ‍নিন

আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান যে মৌমাছি কামড়ালে করণীয় কি? বা মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন আজকের এই আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে  উক্ত প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত তথ্য  পেয়ে যাবেন। 
তো চলুন দেরি না করে ধাপে ধাপে জেনে নেওয়া যাক মৌমাছি কামড়ালে করণীয় -মৌমাছি কামরালে জ্বালা করে কেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য। 

পোস্ট সূচিপত্রঃ মৌমাছি কামড়ালে করণীয়-মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন?

মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন ?

আপনারা যদি  জানতে চান যে মৌমাছি কামরালে জ্বালা করে কেন ? তাহলে আপনারা  এই ধাপটি মনোযোগ সহকারে পড়ুন ।  কারণ এই ধাপে আমরা আপনাদের  সামনে তুলে ধরব মৌমাছি কামরালে জ্বালা  করে কেন মৌমাছি কামড়ালে ওই জায়গা ফুলে যায় কেন তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক । 

মৌমাছি, বোলতা  এসব বিষাক্ত  কীটপতঙ্গ বা কীটের শরীরের শেষ প্রান্তে একটি ফার্মিক এসিডের গ্রন্থি আছে। তার সাথে তাদের বর্শির মত একটা হুল রয়েছে যেটা সামান্য বাঁকানো । এই বিষাক্ত কীটপতঙ্গ শত্রু বা শিকারের শরীরে এই হুল ফুটিয়ে দেয় এবং  তার শরীরের ভিতর ফার্মিক এসিড ঢেলে দেয়। এ প্রক্রিয়াটি কিছুটা ইনজেকশন দেওয়ার মতো, আলতো করে চামড়ার ভিতরে ঢুকিয়ে দেয়। তখন যে তীব্র  জ্বালাপোড়া সৃষ্টি হয় সেটা এই ফার্মিক এসিডের জন্যই। এটি এতটাই বিষাক্ত যে অধিক পরিমাণে মৌমাছি হুল  ফুটিয়ে দিলে মানুষের মৃত্যু ও পর্যন্ত ঘটে যেতে পারে। মৌমাছি বা বোলতা মানুষের শরীরে  হুল ফোটানোর পর তা মানুষের চামড়ায় আটকে থাকে।ফলে ব্যথা ও যন্ত্রণা প্রচন্ড বেশি হয় ।

আরো পড়ুনঃ দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়  

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মৌমাছি কামড়ালে আমাদের জ্বালা করে  কেন?  এই ধাপে  আমরা জানলাম মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন সে সম্পর্কে। এর পরবর্তী ধাপে আমরা জানবো মৌমাছি কামড় থেকে বাঁচার টেকনিক সম্পর্কে বিস্তারিত তো চলুন দেরি না করে পরবর্তী ধাপে যাওয়া যাক ।

মৌমাছি কামড় থেকে বাঁচার টেকনিক

মৌমাছি আমাদের দিকে আক্রমণ করার জন্য আসলে আমরা  বুঝতে পারি না যে তখন আমরা কি করব। যার ফলে আমরা অধিকাংশ মানুষই ভুল পদক্ষেপ নিয়ে থাকি, এজন্য মৌমাছি আমাদের আক্রমন করে। মৌমাছি কামড় থেকে বাঁচার সঠিক টেকনিক জানা থাকলে মৌমাছি আপনার সামনে দিয়ে চলে যাবে কিন্তু আপনাকে কামড়াবে না। এই ধাপে  আমরা আপনাদেরকে মৌমাছি কামড়  থেকে বাঁচার টেকনিক জানিয়ে দিব। যেই টেকনিক ব্যবহার করলে আপনারা খুব সহজেই মৌমাছি কামড় থেকে বাঁচতে পারবেন । তো চলুন দেরি না করে শুরু করা যাক। 

  • মৌমাছি আপনার দিকে  ধেয়ে আসলে আপনি কখনোই পালাতে যাবেন না।কারণ আপনি মৌমাছির থেকে জোরে দৌড়াতে পারবেন না। 
  • মৌমাছি আপনার দিকে ধেয়ে আসলে আপনি চুপ করে এক জায়গায় শুয়ে পড়ুন । নড়াচড়া করবেন না। 
  • আপনার উপর যদি মৌমাছি আক্রমন করে তাহলে আপনার জামা খুলে আপনার মাথা এবং হাত সুন্দরভাবে ধেকে ফেলুন। 
  • মৌমাছি আপনার দিকে আক্রমণ করলে সে সময় যদি আপনার আশেপাশে পুকুর বা নদী নালা  থাকে তাহলে পানিতে নেমে পড়ুন। কারণ মৌমাছি পানিতে নামতে পারে না।
  • আপনি ভুলেও মৌচাকে ঢিল বা কিছু ছুড়ে মারতে যাবেন না এ থেকে মৌমাছি  আপনাকে আক্রমণ করতে পারে । 

আরো পড়ুনঃ যে ১০টি উপায়ে মুখের দুর্গন্ধ দূর করবেন 

এই টেকনিক গুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই মৌমাছির কামর থেকে বাঁচতে পারবেন। আশা করি আপনারা মৌমাছি কামড় থেকে বাঁচার টেকনিক গুলো জানতে পেরেছেন। এর পরবর্তী ধাপে আমার জানবো  মৌমাছি কামড়ালে করণীয় কি? সে সম্পর্কে বিস্তারিত তথ্য। 

মৌমাছি কামড়ালে করণীয় কি ?

আপনারা অনেকেই জানতে চান যে মৌমাছি কামরালে তৎক্ষণাৎ আমরা কি করব বা মৌমাছি কামড়ালে করণীয় কি? এই ধাপে  আমরা আপনাদের সামনে তুলে ধরব মৌমাছি কামড়ালে করণীয় কি? এ সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন দেরি না করে শুরু করা যাক-

আরো পড়ুনঃ বুক জ্বালা থেকে কিভাবে মুক্তি পাবেন

  • মৌমাছি হুল ফোটানোর পর দেখুন যে সেটা আপনার শরীরে ফুটে আছে কি না যদি ফুটে থাকে তাহলে সেটা দ্রুত তুলে ফেলুন। 
  • কখনোই খামচে  বা চিমটে আপনাকে কামড়ানো মৌমাছিকে তোলার চেষ্টা করবেন না। এ থেকে মৌমাছি শরীরের চাপ লেগে তার শরীরের  সমস্ত বিষ আপনার শরীরে হুলের মাধ্যমে প্রবেশ করতে পারে। তাহলে আপনার শরীর জ্বালাপোড়া অনেক বেশি করবে ।
  • মৌমাছি কামড়ালে আপনারা তুলসীর পাতার  রস লাগাতে পারেন এতে আপনি অনেকটা শ্বস্থি পাবেন।
  • হুল ফোটানোর পর সেই স্থানটি গরম হয়ে যায় এবং জ্বালা করে তাই সেই স্থানটিকে ঠান্ডা করার জন্য সেই জায়গাতে বরফ ঢালুন। 
  • তারপর সেই জায়গা ঠান্ডা হয়ে গেলে সেখানে এন্টিবায়োটিক ক্রিম লাগান।
  • ব্যথার জন্য প্যারাসিটামল ঔষুধ খান 
  • মৌমাছি কামড়ানোর ফলে আপনার মাথা ব্যথা বমি বমি ভাব শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে এমন হলে  আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মৌমাছি কামড়ালে করণীয় কি ?মৌমাছি কামরানোর পর  উক্ত টিপস গুলো ফলো করলে আপনার মৌমাছির কামড়ানোর ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। 

মৌমাছি কামরানোর পর তার ঘরোয়া চিকিৎসা 

আপনারা অনেকেই জানতে চান যে মৌমাছি কামড়ানোর পর তার ঘরোয়া চিকিৎসা কি? কিভাবে বাড়িতেই মৌমাছি কামড়ানোর চিকিৎসা করা যায় । এই ধাপটি যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা মৌমাছি কামড়ানোর পর তার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন মৌমাছি কামানোর পর তার ঘরোয়া চিকিৎসা জেনে নেওয়া যাক ।

আরো পড়ুনঃ সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়

  • মৌমাছি কামড়ালে সর্বপ্রথম আপনি উক্ত স্থানে বরফ লাগান। এতে আপনার ক্ষতস্থানে জ্বালাপোড়া কমে যাব।  
  • ফুলে থাকা স্থানটিতে তুলসীর পাতার রস অথবা ইউক্যালিপটাস তেল লাগাতে পারেন।এটি জ্বালা কমানোর জন্য খুবই কার্যকরী।
  • মৌমাছি কামড়ালে ওই স্থানে মধু লাগিয়ে দেখতে পারেন। কারণ মধু বিষ কে তরল করে দেয়। 
  • মৌমাছি কামড়ালে সেই স্থানে শুধু ব্যথা ছাড়াও মৌমাছির ফার্মিক এসিড নিষ্ক্রিয় করতে বেকিং সোডা ও অ্যাপেল সোডার ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে তা উক্ত স্থানে লাগাতে পারেন। এতে করে আপনার ক্ষতস্থানের বিষ নিষ্ক্রিয়  হয়ে যাবে। 
  • মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসার অন্যতম একটি উপাদান হচ্ছে হলুদ। এটি মৌমাছি কামড়ের পর ফোলা ভাব ও চুলকানোর সমস্যা থেকে মুক্তি দিতে পারে। 
  • মৌমাছি হুল ফোটানো জায়গায় কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিলে জ্বালা কমে যায়।
  • মৌমাছি হুল ফোটানোর জায়গায় চন্দন লাগিয়ে দেখতে পারেন। এতে করে বিষক্রিয়া কমে যায়। 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঘরোয়া উপায় কিভাবে আপনারা মৌমাছি কামড়ের চিকিৎসা করতে পারবেন।  উক্ত টিপস গুলো ফলো করলে আপনারা সহজেই ঘরোয়া উপায়ে মৌমাছি কামড়ের চিকিৎসা করতে পারবেন এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া  ছাড়া  দ্রুত সুস্থ হয়ে যাবেন। 

উপসংহার 

“মৌমাছি কামড়ালে করণীয়-মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন ?” এ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি  যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনারা মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন ?, মৌমাছি কামড় থেকে বাঁচার টেকনিক, মৌমাছি কামড়ালে করণীয় কি ? এবং মৌমাছি কামরানোর পর তার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ।

মৌমাছি কামড়ালে করণীয়-মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন ? এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আশা করি আপনার ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ !

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url