শবে বরাত কত তারিখে - শবে বরাত কবে ২০২৪

আপনি যদি জানতে চান যে ২০২৪  সালের  শবে বরাত কবে বা শবে বরাত কতো তারিখে  তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই । এই আর্টিকেলটিতে আমরা আপনাকে জানাবো ২০২৪ সালের শব ই বরাত কবে বা শব ই বরাত কতো তারিখে, শবে বরাত কি বারে।   আরো জানানো হবে যে শব ই বরাত পালন করা যাবে কি না ।
তো চলুন ধাপে ধাপে জেনে নেওয়া জাক  ২০২৪  সালের শব ই বরাত কবে বা শবে বরাত কতো তারিখে এবং শবে বরাত পালন করা যাবে  কি না । চলুন শুরু করা যাক  -

পোস্ট সূচিপত্রঃ শব ই বরাত কত তারিখে ২০২৪  

ভূমিকা 

শবে বরাত পালন করা হয় শাবান মাসের মাঝামাঝি সময়ে । সাধারনত শবে বরাত কে ভাগ্য রজনী বলে গন্য করা হয়ে থাকে। আমরা বিশ্বাস করি যে এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় । অধিকাংশ মুসলমান শবে বরাত পালন করলেও কিছু কিছু মুসলমান শবে বরাত পালন করতে না স্বীকার করে । তারা মনে করে শবে বরাত ইসলামের কোন অংশ নয়। 

শবে বরাত পালন করা যাবে কি না এ বিষয়ে আলেম -ওলামা  কি বলেছেন তা আমরা নিচে জানবো এবং শবে বরাত নিয়ে আলেম -ওলামা দের  মধ্যে মতভেদ কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো । এর সাথে জানবো শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কতো তারিখে এবং শবে বরাত কি বারে এ বিষয়ে বিস্তারিত ।তো চলুন জেনে নেওয়া যাক।

শবে বরাত কত তারিখে ২০২৪

আপনারা যদি জানতে চান যে  শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কবে তাহলে আপনার উত্তর  এই ধাপেই জানতে পারবেন । তো এই ধাপটি মনোযোগ সহকারে পড়ুন । এই অংশটি যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনাদের মধ্যে আর শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কতো তারিখে এ গুলো নিয়ে আর কোন ডাউট থাকবে না  । তো চলুন জেনে নেওয়া যাক শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কত তারিখে ।

আরো পড়ুনঃ ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম 

২০২৪ সালের শবে বরাত হলো ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ । আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে ২০২৪ সালের শবে বরাত কবে বা ২০২৪ সলের শবে বরাত কত তারিখে  আসা করি তার উত্তর পেয়ে গেছেন । নিচে আপনারা জানবেন যে শবে বরাত কি বারে বা ২০২৪ সালের শবে বরাত কি বারে । তো চলুন পরবর্তি ধাপ এ যাওয়া যাক ।

শবে বরাত  কি বারে 

আপনারা এতক্ষন জানলেন যে শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কত তারিখে । এখন আপনারা জানবেন শবে বরাত কি বারে বা ২০২৪  সালের শবে বরাত কি বারে এ সম্পর্কে বিস্তারিত । তো চলুন জেনে নেওয়া যাক  যে শবে বরাত কি বারে  বা ২০২৪ সালের শবে বরাত কবে ।

ইংরেজি ক্যলেন্ডার পর্যবেক্ষন করে আমরা জানতে পেরেছি যে ২০২৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি দিনটি হলো সোমবার । তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ২০২৪ সালের সবে বরাত সোমবারে অনুষ্ঠিত হবে। আসা করি আপনারা ভালো ভাবে  বুঝতে পেরেছেন যে শবে বরাত কি বারে বা ২০২৪  সালের শবে বরাত কি বারে 

আমরা এতক্ষনে জেনেছি যে শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কবে , কতো তারিখে এবং ২০২৪ সালের সবে বরাত কি বারে হবে । তো চলুন পরবর্তি ধাপে জেনে নওেয়া যাক শবে বরাত পালন করা জায়েজ নাকি নাজায়েজ । 

শবে বরাত পালন করা যাবে নাকি যাবে না

এতোক্ষনে আপনারা জানে গেছেন যে ২০২৪ সলের শবে বরাত কবে বা ২০২৪ সালের শবে বরাত কি বারে এবং কত তারিখে । এই ধাপে আপনারা জানবেন শবে বরাত পালন করা জায়েজ না কি না জায়েজ। তো চলুন জেনে  নেওয়া যাক এ বিষয়ে আলেম ওলামারা কি বলেছেন । 

আরো পড়ুনঃ বুক জ্বালা থেকে কিভাবে মুক্তি পাবেন 

আমরা সব সময় একটা কনফিউশনে পরে থাকি যে শবে বরাত পালন করা যাবে  কি না । এর প্রধান কারন হলো আলেম -ওলামারা।  কোন কোন আলেম বলে  যে শবে বরাত পালন করা যাবে আবার কোন কোন আলেম বলে শবে বরাত পালন করা  যাবে না । তো চলুন তাদের দলির দেখে আসা যাক ।
  
শবে বরাত পালন করা জায়েজ এর যে দলিল  আলেম রা দিয়ে থাকে  : হযরত আলী বিন আবু তালিব (রা:) বর্ণনা করেছেন । রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন ,যখন শাবান মাসের অর্ধেকের রজনী আসে,  তখন তোমরা রাতে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো । নিশ্চয় আল্লাহ এ রাতে সূর্য  ডোবার সাথে সাথে পৃথিবির আসমানে এসে বলেন , কোন গোনাহ ক্ষমা প্রার্থী আছে কি ? আমি তাকে ক্ষমা করে দেবো । কোন রিজকি প্রার্থী আছে কি ? আমি তাকে রিজিক দেবো । কোন বেক্তি কি বিপদে পরেছে ? আমি তাকে বিপদ মুক্ত করে দেবো । ফজর পর্যন্ত আল্লাহ তায়ালা এরকম বলতে থাকে । -সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৮৮ ( জয়ীফ )

আর যারা শবে বরাত পালন এর বিরধিতা করে তারা যে দলিল দিয়ে থাকে : তারা বলেন কুরআনে শবে বরাত সম্পর্কে কোন ব্যক্ষা নেই । সহীহ্ হাদিসেও এর কোন তথ্য পাওয়া যায় না । ভাগ্য রজনী সম্পর্কে কোরআনে যে বর্ণনা রয়েছে সেটি শবে কদরের সাথে সম্পর্কিত। এবং ভাগ্য সম্পর্কিত যে সহীহ হাদিস গুলো রয়েছে সেগুলো শবে কদরের সাথে মিলে যায় । তাই শবে বরাত পালন করা বৈধ নয়,এটি নাজায়েজ।

আরো পড়ুনঃ ফেজবুক পেজ বুস্ট করতে কতো টাকা লাগে

আসা করি আপনারা বুঝতে পেরেছেন যে শবে বরাত পালন করা জায়েজ নাকি না জায়েজ ।

শেষ কথা: শবে বরাত কবে

আপনারা যদি এই এর্টিকেলটি মনোযোগ সহকারে পরেন তাহলে আসা করি আপনদের মধ্যে শবে বরাত কবে বা শবে বরাত কত তারিখে । শবে বরাত পালন করা জায়েজ নাকি না জয়েজ । এ বিষয় গুলো নিয়ে আর কোন ‍সমস্যা থাকবে না । এ বিষয় গুলো উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

আসা করি এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন । যদি আর্টিকেলটি ভালো
 লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আল্লাহ হাফেজ !

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url