নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
পোস্ট সূচীপত্রঃ নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
- নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
- নাকের পলিপাস এর ড্রপ এর নাম
- নাকের পলিপাস এর লক্ষণ
- নাকের পলিপাস কেন হয়
- উপসংহার
নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
আজ আমি আপনাদের সঙ্গে নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা এ বিষয়ে কিছু তথ্য দিব। নাকের পলিপাস সাধারনত অনেকেরই হয়ে থাকে। নাকের মধ্যে মাংস বেড়ে যে মাংস পিণ্ড তৈরি হয় তাকে আমরা নাকের পলিপাস বলে থাকি। আসুন তাহলে জেনে নিই নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। দুর্বা ঘাস ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাকনির সহজে রস বের করে নেন, ঘাসের রসটাকে দুই ভাগে ভাগ করে নিন।
অর্ধেক রসের সঙ্গে অর্ধেক পানি মিশান আর আর ২-৩ ফোটা নারিকেল তেল মিশান এবং এটা তুলার সাহায্যে নাকের পলি পাশের সাইডে উপরে দুই-এক মিনিট ব্যবহার করুন। এতে কোন জ্বালাপোড়া হবে না। বাকি অর্ধেক সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন এবং এটা সকালে ও রাতে পান করুন। একটি ছোট কাপে এক চিমটি লবণ মিশিয়ে ওযু করার মতো নাকের ভেতরে দিয়ে ব্যবহার করবেন এভাবে দুবার ব্যবহার করবেন এতে নাকের পলিপাসের ভিতরে যদি ঘা বা ইনফেকশন থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে।
আরো পড়ুনঃ পেট ব্যথা কমানোর ঘরোয়া উপায় জেনে নিন
একটি পিয়াজ কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখে পেঁয়াজটা ছেঁকে তুলে কাপড়ের সঙ্গে পুটলি করে নাকের ছিদ্র বরাবর রেখে নিঃশ্বাস ফেলতে হবে এবং নিতে হবে দেখবেন নাকের ভিতরে যে পলিপাস আছে সেটার ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং পলিপাসটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আর্টিকেলটি পড়ে আপনি নিশ্চয়ই নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা বুঝতে পেরেছেন।
নাকের পলিপাস এর ড্রপ এর নাম
নাকের পলিপাস সাধারণত কম বেশি অনেকেরই হয়ে থাকে নাকের ভেতরে মাংস বৃদ্ধি হয়ে যে মাংস পিণ্ড তৈরি হয় সেটাকে নাকের পলিপাস আমরা বলে থাকি। নাকের পলিপাস হলে মাথা ব্যথা, সর্দি ভাব, নাকে জ্বালা পোড়া, নাক বন্ধ হয়ে থাকে। আসুন তাহলে জেনে নিই নাকের পলিপাসের ড্রপের নাম রেস্পিজেন নাজাল স্প্রে (Respizen Nasal Spray)।
নাকের পলিপাস এর লক্ষণ
আমরা অনেকেই জানিনা নাকের পলিপাস এর লক্ষণ কি? তাই আজ আমি নাকের পলিপাস এর লক্ষণ এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। নাক বন্ধের সমস্যাটি সাধারণত অনেক মানুষেরই হয়ে থাকে। নাক বন্ধের কারণে শ্বাসকষ্টের মত সমস্যা হচ্ছে পলিপাসের কারণে নাকের এ ধরনের সমস্যা হয়। আসুন তাহলে জেনে নিই নাকের পলিপাসের লক্ষণ সম্পর্কে একসঙ্গে অনেকগুলো হাচি উঠা, নাক একে বারে বন্ধ হয়ে থাকা, শ্বাসকষ্ট অনুভব করা, নাক দিয়ে পানি পড়া।
আরো পড়ুনঃ ডায়াবেটিস রোগীর জন্য কোন ডায়েট ভালো
নাকের ভিতরে চুলকানো ভাব অনুভব করা, নাকের ভিতরে ব্যথা হওয়া, মাথাব্যথা হাওয়া চোখের পাশ ব্যথা হওয়া, গায়ে জ্বর আসবে, বেশির ভাগ সময় নাকের ভিতর ভিজে ভিজে ভাব হয়ে থাকবে, ঘুমের সময় নাক বন্ধ ও নাক ডাকা এবং নাকের সর্দি হওয়া, সর্দির মধ্যে থেকে পুঁজের মতো বের হওয়া, নাকে কোন গন্ধ না পাওয়া, কানে কম শোনা এবং কান বন্ধ হয়ে থাকার লক্ষণ দেখা দিতে পারে।
নাকের পলিপাস কেন হয়
আজ আমি এই আর্টিকেলে নাকের পলিপাস কেন হয় এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন। দীর্ঘদিন সর্দি, হাঁচি, কাশি এবং ইনফেকশনের কারণে ও নিয়মিত চিকিৎসা না নেওয়ার কারণে নাকে পলিপাস হতে পারে। এবং নাকের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয় অতিরিক্ত এলার্জির কারণে নাকের মধ্যে মাংস আস্তে আস্তে বাড়তে শুরু করে।
আরো পড়ুনঃ নাকে পলিপাস কেন হয়, হলে কী করবেন
প্রথম এটা ছোট থাকে এবং ধীরে ধীরে বড় হতে শুরু করে এর কারণে নাক বন্ধ থাকে এটাকে নাকের পলিপাস বলা হয়। পলিপাস সাধারণত দুই ধরনের ইথময়ডাল পলিপাস এটা সাধারণত দুই নাকে হয়ে থাকে। এন্ট্রোকোয়ানাল পলিপাস এটা সাধারণত ইনফেকশনের কারণে হয়ে থাকে। উপরোক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাকের পলিপাস কেন হয় এবং নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা কি।
উপসংহার
পরিশেষে এ কথা বলে শেষ করবো যে আমি এই আর্টিকেলে নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা সহ নাকের পলিপাস কেন হয় এবং নাকের পলিপাসের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন।
আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।24079
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url