কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
প্রিয় পাঠক, আপনারা কি কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমাদের আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন। কারণ আজ আমরা কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার এবং মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি। তাহলে চলুন দেরি না করে কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার জেনে নেই।
আমরা যারা কম্পিউটার মাউস ব্যবহার করে থাকে তাদেরকে অবশ্যই কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার জানতে হবে। তাহলে সে তার সঠিকভাবে কাজ করতে পারবে। তাহলে চলুন জেনে নেই।
পোস্ট সূচিপত্রঃ কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
- ভূমিকা
- মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা
- মাউস এর বৈশিষ্ট্য
- মাউস এর ব্যবহার
- কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
- মাউস এর দাম
- শেষ কথা
ভূমিকা | কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
আপনার হয়তো অনেকে কম্পিউটার এবং কম্পিউটার মাউস ব্যবহার করে থাকেন। কিন্তু আপনারা কম্পিউটার মাউস সঠিকভাবে ব্যবহার এর নিয়ম জানেন না। এজন্য আপনারা আপনাদের কাজকাম গুলো সঠিকভাবে করতে পারছেন না। আপনার কাজ কাম করতে অনেক দেরি এবং ভুল ত্রুটি হয়ে যায়। এজন্য আমরা আজ আমাদের আর্টিকেলে কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার এবং কম্পিউটার মাউসের দাম ও মাউসে ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি।
আরো পড়ুনঃ মোবাইল নাম্বার লোকেশন-মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্রাক
তাহলে আপনি যদি কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনি এ বিষয়ে ভালোভাবে জানতে পারবেন। এবং আপনি আপনার সকল কাজ সঠিকভাবে এবং অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেরি না করে এই সম্পর্কে জেনে নিন।
মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা
বর্তমান যুগে কম্পিউটার ব্যবহার করার জন্য মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক। কেননা কম্পিউটারকে ব্যবহার করার জন্য সঠিকভাবে এর কাজকর্ম করার জন্য আমরা সকলেই মাউস ব্যবহার করে থাকি। আগে হয়তো অনেকেই কীবোর্ড দ্বারা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করত কিন্তু এটা অনেক কষ্টকর এবং খুবই কঠিন। আর মাউসকে আপনি আপনার হাতের মুখের তলে নিয়ে ঠিক যেভাবে কাজ করাবেন ঠিক সেভাবেই কম্পিউটার কাজ করবে।
মানুষ সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয় কম্পিউটারের সকল ফাইল এবং ডকুমেন্ট গুলোকে ক্লোজ এবং খোলার জন্য এছাড়াও সেই ফাইলের পেজগুলোকে ওপরের নিচের দিকে ওঠানোর জন্য মাউসকে ব্যবহার করা হয়। বর্তমানে কম্পিউটারে সকল কাজ করার জন্যই মাউসকে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এখনকার যুগে কেউ মানুষ ছাড়া কম্পিউটার কে ব্যবহার করতে পারবে না। এজন্য আপনি যদি কম্পিউটার পরিচালনা করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাউস ব্যবহার করতে হবে। তাই বলা যায় যে কম্পিউটার পরিচালনার জন্য মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
মাউস এর বৈশিষ্ট্য | কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
- কম্পিউটার পরিচালনার জন্য মাউস একটি খুবই গুরুত্বপূর্ণ হার্ডওয়ার। মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। মাউস এর সাহায্যে খুব দ্রুত এবং অতি সহজেই কম্পিউটারকে নিয়ন্ত্রণ এবং অনেক ধরনের নির্দেশনা প্রদান এবং ফাংশনকে চালানো সম্ভব।
- মানুষকে আপনি আপনার হাতের তলে নিয়ে নড়াচড়া করে ইচ্ছেমতো তীরটিকে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে অপশনের ওপর এবং যেকোনো ফাইলের ওপর রেখে মাউসের বাম বোতামে ক্লিক করলে কম্পিউটারে সেই ফাইল এর বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়।
- এবং সেই ফাইলগুলোকে সঠিকভাবে হস্তান্তর এবং খুব সহজেই তার কাজগুলো পরিচালনা করা যায়। এবং মাউস এর সাহায্যে আপনি আপনার কম্পিউটারের মনিটরের স্কিনের লিখিত বিষয় এবং গ্রাফিক্স ও ছবি ইত্যাদি সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আরো নানান ধরনের কাজ করতে পারবেন।
- মাউস অনেক রকমের হয়ে থাকে। চলাচলের সুবিধার জন্য এবং প্রযুক্তির ওপর নির্ভর করে মাউস যান্ত্রিক ও অপটিক্যাল এবং আলোক যান্ত্রিক হয়ে থাকে।
- এছাড়াও রয়েছে মাউস তারবিহীন ওয়ারলেস ব্লুটুথ কানেকশন এর মত মাউস।
মাউস এর ব্যবহার
আমরা সকলে জানি যে কম্পিউটারকে সঠিকভাবে এবং সহজভাবে পরিচালনা করার জন্যই মাউস এর ব্যবহার করা হয়। যাতে করে আপনারা কম্পিউটারের সকল ফাইল এবং ডকুমেন্টগুলো খুলতে পারে এবং বন্ধ করতে পারে। এ ছাড়াও সেই ফাইলগুলোর পেজ ওপরে এবং নিচে ওঠানামা করার জন্য মাউসকে ব্যবহার করা হয়।
কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
বর্তমানে আমরা কম্পিউটারের পাশাপাশি ল্যাপটপেও মাউস ব্যবহার করে থাকি। কেননা মাও সে যে সুবিধা রয়েছে তা আপনি অন্য কোন মাধ্যমে পাবেন না। ল্যাপটপে যেটা তার বোর্ডে রয়েছে কিপ্যাড এটা থাকা সত্ত্বেও ল্যাপটপ ইউজার কারীরা মাউস ব্যবহার করে থাকি। কেননা এর সুবিধা বেশি। বর্তমান যুগে মাউস ছাড়া কম্পিউটার পরিচালনা করা অসম্ভব ব্যাপার। এজন্য আমাদেরকে কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার করার নিয়ম গুলো জানতে হবে।
আরো পড়ুনঃ ব্রডব্যান্ড এবং ওয়াই-ফাই এর মধ্যে পার্থক্য
মাউস সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার কাজগুলো আরো সহজ হয়ে যাবে এবং সকল কাজ আপনি খুব সহজে এবং খুব দ্রুত শেষ করতে পারবেন এবং আপনার কম্পিউটারের মনিটরের নিয়ন্ত্রণ এবং গতি সম্পন্ন করতে পারবেন। এজন্য আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান রাখা আবশ্যক। তাহলে চলুন দেরি না করে কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার গুলো বিস্তারিত জেনে নেই।
স্ক্রোল হুইল এর ব্যবহার
আমরা অনেকে ইন্টারনেটে কাজ করে থাকি কাজ করার সময় ইন্টারনেট ব্রাউজিং এর বিভিন্ন লিংকে ক্লিক করে নতুন ট্যাবে যেতে হয়। এ সময় আপনি যদি মাউসের স্ক্রল হুইলউর ওপর ক্লিক করলে সরাসরি অটোমেটিক ভাবে নতুন ট্যাব চালু হয়ে যাবে। এছাড়া আপনি যখন আপনার কিবোর্ডের shift কি চাপ দিয়ে মাউস এর স্ক্রল হুইল বাটনটি ঘোরাবেন তখন অনেক দ্রুত সেই পেজটি উপরে এবং নিচের দিকে ওঠা নামা করবে।
ক্লিক ও ডাবল ক্লিক এর ব্যবহার
আপনি যদি কোন ফাইল এবং ডকুমেন্টকে খুলতে এবং বন্ধ করতে চান তাহলে এর ক্ষেত্রে ট্রিপল ক্লিক এর ব্যবহার করতে হবে। এছাড়াও কোন একটি প্যারাগ্রাফ বা কয়েকটি শব্দকে কপি করতে চাইলে সেই লেখার প্রথমে মাউস পয়েন্টটা রেখে মাউসের বাম পাশের বাটনটি চেপে ধরে ওই লেখার শেষ পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে তাহলে লেখাটি কপি হয়ে যাবে।
এবং মাউস এর ডাবল ক্লিকের কাজ হচ্ছে আপনি কোন অক্ষর বা শব্দকে সিলেক্ট করতে চান তাহলে সেই শব্দ বা অক্ষরের উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক বাটন চাপ দিলেই সেই লেখাটি সিলেক্ট হয়ে যাবে।
মাউসের রাইট বাটন এর ব্যবহার
আপনি যদি আপনার ফাইলকে অথবা ডকুমেন্টকে কপি এবং মুভ অথবা এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাবেন সেই কাজগুলো করাতে পারবেন। যেমন ধরুন আপনি আপনার ফাইলকে কপি করবেন তাহলে সেই ফাইলের ওপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে কপি করা একটি বাটন চলে আসবে সেই বাটনে ক্লিক করলে আপনার ফাইলটি কপি করা হয়ে যাবে। ঠিক একই ভাবে আপনি আপনার ফাইলকে মুভ করাতে পারবেন।
মাউস এর দাম
আমরা অনেকে আমাদের আর্থিক অবস্থার জন্য নানান ধরনের মাউস ব্যবহার করে থাকি কেউ হয়তো দামি মাউস আবার কেউ হয়তো কম দামি মাউস।আপনারা অনেকেই ভালো মাউস কম দামে কিনতে চাচ্ছেন কিন্তু সঠিক নিয়ম গুলো জানেন না। তাহলে আপনারা আমাদের এই আর্টিকেল থেকে মাউস গুলোর সঠিক দাম এবং ভালো মাউসের কম দাম গুলো জানতে পারবেন।
imice x6 rgb, prize, 690 taka
Hanit HV ms792, prize, 500 taka
A4tech op 620D, prize, 420 taka
T - Woif Q13, prize, 630 taka
Acer USB optical, prize, 200 taka
শেষ কথা | কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার
প্রিয় বন্ধুরা আপনারা সকলে হয়তো এতক্ষণে কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন কিভাবে আপনারা মাউস এর বাহ্যিক ব্যবহার করবেন এবং মাউস দ্বারা কম্পিউটারে সকল কাজ পরিচালিত করবেন তার একটি সঠিক ধারণা আপনারা নিতে পেরেছেন আমাদের এই আর্টিকেল থেকে। আমাদের বর্তমান জীবনে কম্পিউটার পরিচালনার জন্য মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা কতটা রয়েছে তার ধারণা পেয়েছেন।
আরো পড়ুনঃ ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে
আশা করা যায় যে আপনারা সকলেই কম্পিউটার মাউসের সঠিক ব্যবহার জেনে আপনাদের দৈনন্দিন জীবনে মাউসের ব্যবহার গুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।@26224
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url